আর মাত্র একদিন পরই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম অসরের পর্দা নামবে। তাই শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেলায় আসা ক্রেতা-দর্শনার্থীরা। অপরদিকে শেষ মুহূর্তে এসে স্টলের মালামাল বিক্রি শেষ করার জন্য ‘আখেরি অফার’ দিচ্ছেন বিক্রেতারা।
এদিকে বিক্রেতার দেওয়া এসব অফারগুলো উপভোগ করছেন আগত দর্শনার্থীরা এবং ব্যাগভর্তি করে ক্রয় করছেন বিভিন্ন পণ্য। যেখানে তারা ৬০ শতাংশের বেশি অফার পাচ্ছে।
মেলার শেষ মুহূর্তে সবচেয়ে বেশি ছাড় দিচ্ছে পোশাক পণ্য।বিভিন্ন স্টলভেদে ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিক্রেতারা। মেলায় পোশাক পণ্যের মধ্যে ব্লেজার-কটিতে দেওয়া হচ্ছে আখেরি অফার। যেখানে ২৬শ টাকা মূল্যের ব্লেজার কেনা যাচ্ছে মাত্র ১ হাজার টাকায়। এছাড়াও ফরমাল ও ক্যাজুয়াল ব্লেজারের সাথে বিদেশি ব্লেজার ও কটিতে দেওয়া হচ্ছে ৫০ শতাংশের বেশি ছাড়।
মেলায় কাশ্মীরি আচার, ইরানি আচার, আদি দেশি বিভিন্ন প্রকারের আচারের দেওয়া হচ্ছে এসব ছাড়। আচার বিক্রেতারা বলছেন, শেষ মুহূর্তে কোনো পণ্য আমরা ফেরত নিয়ে যেতে চাই না। লাভ না হলেও আমরা এসব মাল ছেড়ে দিতে চাই।
মেলায় আসা দর্শনার্থী বনি আমিন বলেন, আমি প্রতিবছরই শেষ দিকের অপেক্ষায় থাকি কারণ এসময়টাতে দাম খুবই কম থাকে। বিগত বছরের ন্যায়ে এবারও দাম কমেছে। তাই কেনাকাটা করতে এসেছি।
আনন্দবাজার/এম.কে