বিশ্বের সবচেয়ে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল উদ্বোধন করেছে চীন। দেশটির শিনজিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত এই বৃহৎ অবকাঠামো প্রকল্পটির নাম ‘তিয়ান শান শেংলি টানেল’। খবর জানিয়েছে সামা টিভি।
উত্তর-পশ্চিম চীনের তিয়ান শান পর্বতমালার ভেতর দিয়ে নির্মিত এই টানেলটির দৈর্ঘ্য প্রায় ২২ দশমিক ১৩ কিলোমিটার। টানেলটি একটি মহাসড়কের নিচ দিয়ে গেছে এবং এতে রয়েছে দুটি পৃথক সুড়ঙ্গ। প্রতিটি সুড়ঙ্গে দুটি করে লেন থাকায় যানবাহন ঘণ্টায় সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে।
এর আগে দুর্গম এই পাহাড়ি পথ অতিক্রম করতে কয়েক ঘণ্টা সময় লাগত। তবে নতুন টানেল চালু হওয়ায় এখন গাড়িতে যাতায়াত করা যাবে মাত্র ২০ মিনিটে।
‘তিয়ান শান শেংলি টানেল’টি উরুমকি–ইউলি এক্সপ্রেসওয়ে-এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শিনজিয়াংয়ের উত্তর ও দক্ষিণাঞ্চলের শহরগুলোর মধ্যে যোগাযোগ সহজ করবে এবং অঞ্চলটিতে জনসাধারণ ও বাণিজ্যিক পরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




