ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

না জানিয়েই সিদ্ধান্ত! মোস্তাফিজ ইস্যুতে চাঞ্চল্যকর নতুন তথ্য

আইপিএল ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনা। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই সিদ্ধান্ত সম্পর্কে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অনেক শীর্ষ কর্তারাই আগে থেকে কিছু জানতেন না বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআইয়ের ভেতরে এ নিয়ে কোনও আনুষ্ঠানিক বৈঠকই হয়নি। এমনকি আইপিএলের গভর্নিং কাউন্সিলের একাধিক সদস্যও এই সিদ্ধান্তের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিসিসিআইয়ের সর্বোচ্চ পর্যায় থেকেই ঠিক করা হয় যে মোস্তাফিজকে কেকেআরের হয়ে খেলতে দেওয়া হবে না এবং ফ্র্যাঞ্চাইজিকে সরাসরি তাঁকে ছেড়ে দিতে বলা হবে।

আইপিএল পরিচালনার সঙ্গে যুক্ত বিসিসিআইয়ের এক কর্তা স্পষ্ট ভাষায় জানান, “আমরা নিজেরাও সংবাদমাধ্যম মারফত এই খবর জানতে পেরেছি। আমাদের সঙ্গে কোনও আলোচনা হয়নি, এমনকি পরামর্শও চাওয়া হয়নি।” এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে, সিদ্ধান্তটি চাপিয়ে দেওয়া হয়েছিল, আলোচনার মাধ্যমে নয়।

পরিস্থিতি আরও জটিল হয় বিসিসিআই সচিব শইকীয়া-র বক্তব্যের পর। শনিবার তিনি জানান, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। পাশাপাশি কেকেআর যদি বিকল্প ক্রিকেটার নিতে চায়, তাহলে বোর্ড সেই আবেদন বিবেচনা করবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া শুধু আইপিএলেই সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা থাকা এই প্রতিযোগিতার জন্য আইসিসির কাছে অনুরোধ জানানো হয়েছে যেন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।

ঘটনার রেশ আরও দীর্ঘ হয়েছে সম্প্রচার ক্ষেত্রেও। সোমবার বাংলাদেশের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় অনির্দিষ্টকালের জন্য দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়। সরকারের তরফে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল সংক্রান্ত কোনও অনুষ্ঠান বা ম্যাচ সম্প্রচার করা যাবে না, যা এই বিতর্ককে আন্তর্জাতিক মাত্রায় নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন