বিশ্ব ক্রিকেটে বড়সড় বিস্ফোরণ ঘটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারত সফরে না যাওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এ বিষয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠানো হয়েছে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ভারতে ক্রিকেটারদের পাঠানো নিরাপদ নয়।
বিসিবি সভাপতির কড়া বার্তা
সোমবার সন্ধ্যায় গুলশানে বিএনপির কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবি সভাপতি। সেখানে তিনি বলেন, “আমরা পরপর দুটি বোর্ড মিটিং করেছি এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বর্তমানে ভারতে নিরাপদ বোধ করছি না। আইসিসিকে আমাদের উদ্বেগের কথা পরিষ্কারভাবে জানানো হয়েছে। এখন আমরা তাদের ফিরতি মেইলের অপেক্ষায় আছি। খুব দ্রুতই আইসিসি আমাদের আলোচনার জন্য ডাকবে বলে আশা করছি।”
মোস্তাফিজ ইস্যু ও বিসিসিআইয়ের সাথে দূরত্ব
আইপিএলে মোস্তাফিজুর রহমানের সাথে ঘটা অপ্রীতিকর ঘটনার বিষয়ে বুলবুল অত্যন্ত কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “মোস্তাফিজ আমাদের ইতিহাসের অন্যতম সেরা পেসার। ক্রিকেটাররা মাঠে দেশের মান-সম্মান নিয়ে খেলে। তাকে যেভাবে অসম্মান করা হয়েছে, তা বিসিবি কোনোভাবেই মেনে নেয়নি। আমরা সবাই এই ঘটনায় প্রচণ্ড মর্মাহত।”
মজার বিষয় হলো, বিসিবি এখন আর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাথে সরাসরি কোনো যোগাযোগ রাখছে না। আমিনুল ইসলাম বুলবুল স্পষ্ট করেন, যেহেতু এটি আইসিসির ইভেন্ট, তাই সব ধরনের আলাপ-আলোচনা কেবল আইসিসির সাথেই করা হচ্ছে।
ক্রিকেট বিশ্বে নতুন সংকট
বাংলাদেশের এই কঠোর অবস্থানের ফলে বিশ্বকাপের ভবিষ্যৎ এখন বড় প্রশ্নের মুখে। আইসিসি যদি ভেন্যু পরিবর্তন না করে, তবে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করবে কি না এমন গুঞ্জনও ডালপালা মেলছে। মোস্তাফিজের আইপিএল ছাড়ার ঘটনাটি যে শেষ পর্যন্ত দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটিয়ে বৈশ্বিক টুর্নামেন্ট বর্জন পর্যন্ত গড়াবে, তা ছিল অভাবনীয়।




