ওহাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের ব্যক্তিগত বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়ির কিছু জানালার কাচ ভাঙচুর করেছে। স্থানীয় নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই এক ব্যক্তিকে এই ঘটনায় আটক করেছে।
মার্কিন সিক্রেট সার্ভিস সোমবার এক বিবৃতিতে জানায়, হামলা মধ্যরাতের পরে সংঘটিত হয়। সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, আটক ব্যক্তি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
অটকের পর ওই ব্যক্তির বিরুদ্ধে সম্পদ নষ্ট ও জানালার কাচ ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। নিরাপত্তা বাহিনী এখন খতিয়ে দেখছে, হামলাকারী জে ডি ভ্যান্স বা তার পরিবারের কোনো সদস্যকে সরাসরি লক্ষ্য করেছিল কি না।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন, হামলার সময় ভ্যান্স এবং তার পরিবার বাড়িতে উপস্থিত ছিলেন না। ঘটনার আগে তারা শহর ছেড়ে চলে গিয়েছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাড়ির বাইরের জানালার কাচ চুরমার হয়ে পড়ে আছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারী বাড়ির ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়নি। ফেডারেল আইন-প্রয়োগকারী কর্মকর্তারা ঘটনার পেছনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত অনুসন্ধান করছেন।
সিক্রেট সার্ভিস এবং স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ শীঘ্রই প্রকাশ করবে।




