ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট সম্পর্কে ভুয়া তথ্য প্রচার করলে নিতে হবে আদালত অবমাননার দায়

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন ঘোষণা করেছে যে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ বা প্রচার হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনগত দায়ভার গ্রহণ করতে হবে। এই সতর্ক বার্তা সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই মিডিয়া ফোকাল পার্সন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সংবাদের সত্যতা যাচাই করতে হবে। যদি এ নির্দেশনা উপেক্ষা করা হয় এবং মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়, তাহলে সংশ্লিষ্টরা আদালত অবমাননার দায়ভার বহন করবেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে এবং আপিল বা হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছুটি নিয়েছেন।’ সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে এই খবর সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে।

রেজিস্টার জেনারেলের বরাতে বলা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম তার মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। গণমাধ্যমে প্রচারিত খবরের সঙ্গে এই বিষয়গুলোর কোনো সম্পর্ক নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত ভুল বা বিভ্রান্তিকর সংবাদ দেশের সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জনমনে ভুল ধারণা তৈরি করে। তাই সংবাদ প্রকাশের আগে যথাযথ যাচাই করাটা অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন