জয় বাংলা ব্রিগেড’-এর অনলাইন বৈঠকে অংশ নেওয়া ও অন্তর্বর্তী সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠনের শুনানির তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশেষ জজ আদালত-৯-এর বিচারক আবদুস সালাম সোমবার (৫ জানুয়ারি) এই মামলার অভিযোগ গঠনের নতুন তারিখ ২১ জানুয়ারি নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, শুনানিতে কারাগারে থাকা ২৫ আসামিকে আদালতে হাজির করা হয়। এছাড়া আল মারুফ নামের আরেক আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে এ কে এম আক্তারুজ্জামান নামের একজন আসামিকে আদালতে হাজির করা হয়নি। আদালত পরবর্তী শুনানির জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৭ মার্চ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী বিশেষ পুলিশ সুপার (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস) এনামুল হক শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ৩০ জুলাই অভিযোগপত্রে মোট ২৮৬ জনকে আসামি করা হয়। ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর ১১ সেপ্টেম্বর আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ১৪ অক্টোবর পলাতক থাকা ২৬১ জনের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ১১ নভেম্বর মামলাটি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত জয় বাংলা ব্রিগেডের জুম বৈঠকে শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কয়েক শ নেতা–কর্মী অংশগ্রহণ করেন। এই বৈঠকে শেখ হাসিনা দেশবিরোধী বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
শেখ হাসিনার পাশাপাশি মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি রাব্বি আলম, জয় বাংলা ব্রিগেডের সদস্য কবিরুল ইসলাম, আইনজীবী কামরুল ইসলাম, এলাহী নেওয়াজ মাছুম, জাকির হোসেন জিকু, অধ্যাপক তাহেরুজ্জামান, এ কে এম আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা সাবিনা ইয়াসমিন, আজিদা পারভীন পাখি, শাহীন, এ এফ এম দিদারুল ইসলাম, মাকসুদুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দ রুবিনা আক্তার, সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ, লায়লা বানু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন, রিতু আক্তার, নুরুন্নবী নিবিড়, সাবিনা বেগম, শরিফুল ইসলাম প্রমুখ।




