ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর: বিশেষ টুর্নামেন্টে আমন্ত্রণ পেল বাংলাদেশ

মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ডেইলি মিরর এলকের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের জুন–জুলাইয়ে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম)। এ উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে বাংলাদেশ এখনো অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

স্বাগতিক মালদ্বীপের পাশাপাশি এই চার জাতির টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ শ্রীলঙ্কা ও নেপালকে। এর মধ্যে শ্রীলঙ্কা ইতোমধ্যে অংশগ্রহণে সম্মতি জানিয়েছে। বাংলাদেশ ও নেপালের সিদ্ধান্ত এখনও অপেক্ষমাণ।

মালদ্বীপ ফুটবলের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মাইলফলক ঘিরে আয়োজন হচ্ছে বিশেষ উদযাপন। ১৯৫০ সালে দেশটিতে ফুটবলের স্বতন্ত্র গভর্নিং বডি গঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে এক বিশেষ ফুটবল উৎসব অনুষ্ঠিত হয়। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে টুর্নামেন্টের আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হয়েছে।

এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুরূপ একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। সেই আসরে ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। ওই টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি ম্যাচ খেললেও জয় পায়নি দুটি ম্যাচ ড্র করে এবং একটিতে হেরেছিল।

সংবাদটি শেয়ার করুন