ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

থার্ড টার্মিনাল অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হবে না: শেখ বশিরউদ্দীন

অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনপর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদসোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনিতথ্য জানানএকই সঙ্গে তিনি বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি হওয়ার বিষয়টিও ঘোষণা করেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ বলেন, নতুন অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যেসব প্রতারণা ও হয়রানি ঘটে আসছিল তা বন্ধ হবে। তিনি বলেন, “বিমান টিকিটের ক্ষেত্রে অসাধু এজেন্সির মাধ্যমে যে সিন্ডিকেশন তৈরি হয়েছিল, নতুন অধ্যাদেশের মাধ্যমে তা প্রতিরোধ করা হবে এবং যাত্রীদের হয়রানি রোধ করা সম্ভব হবে।”

বিমান ফ্লাইটের ডাইভারশন বিষয়েও উপদেষ্টা সতর্ক করে বলেন, তীব্র কুয়াশার কারণে ফ্লাইটগুলো পাশের দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে।

অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত হবে, অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষিত হবে, পাশাপাশি পর্যটন খাতে সুশাসন ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন