ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জবি ‘এ’ ইউনিটের ভর্তি ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের অধীন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিজ্ঞান অনুষদের ডিন এবং ‘এ’ ইউনিটের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট jnuadmission.com-এ প্রবেশ করে নিজ নিজ লগইন প্যানেল ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ, মেধাতালিকা ও সময়সূচি পর্যায়ক্রমে একই ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর মোট ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেন ৭২ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ৮৫ জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করেন।

ভর্তি পরীক্ষা দেশের মোট ১২টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ তিনটি কেন্দ্র এবং ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন