সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্স। তবে টস জিতে ব্যাটিংয়ে নেমে সিলেটের বোলারদের তোপে পড়ে চরম লজ্জার মুখে পড়েছে নোয়াখালী। টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমে তারা নির্ধারিত ২০ ওভার খেলতে ব্যর্থ হয়ে মাত্র ৬১ রানেই গুটিয়ে গেছে।
ব্যাটিং বিপর্যয় ও সিলেটের দাপট
ঘরের মাঠে সিলেটের বোলাররা আজ শুরু থেকেই ছিলেন বিধ্বংসী। নোয়াখালী এক্সপ্রেসের কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ইনিংসের শুরুতেই তারা ম্যাচ থেকে ছিটকে পড়ে। সিলেটের নিয়ন্ত্রিত লাইন-লেন্থ এবং গ্যালারিভর্তি দর্শকের চাপের মুখে মাত্র ৬১ রানেই অলআউট হয় নোয়াখালী। বিপিএলের ইতিহাসে এটি অন্যতম সর্বনিম্ন দলীয় সংগ্রহের একটি।
সহজ লক্ষ্য তাড়া করছে সিলেট
জয়ের জন্য মাত্র ৬২ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেছে স্বাগতিক সিলেট টাইটান্স। ইনিংসের প্রথম ওভার শেষে সিলেটের সংগ্রহ ১ রান, কোনো উইকেট না হারিয়ে। জয়ের জন্য দলটির এখনও ১১৪ বলে ৬১ রান প্রয়োজন। হাতে ১০টি উইকেট থাকায় এবং লক্ষ্যমাত্রা অত্যন্ত ছোট হওয়ায় সিলেটের জয় এখন কেবল সময়ের ব্যাপার মাত্র।
ঘরের মাঠে এমন দাপুটে বোলিং পারফরম্যান্সের পর টাইটান্স শিবিরে এখন বইছে উৎসবের আমেজ।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




