ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীতিনি জানিয়েছেন, এ মামলায় দ্রুত চার্জশিট দেওয়া হবে এবং ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছেসরকারের দায়িত্বকালেই বিচারিক প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কাজ চলছে বলে তিনি জানান।

সোমবার সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, হত্যাকাণ্ডের তদন্ত অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কোনো ছাড় দেওয়া হবে না।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশে গোয়েন্দা নজরদারি ও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সহযোগিতা করার আহ্বান জানান এবং নির্বাচনী বিধি-নিষেধ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোট বানচাল করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন