ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার

আইপিএল ঘিরে বাংলাদেশের দর্শকদের জন্য বড় ধরনের সিদ্ধান্ত এলো। দেশের জনপ্রিয় ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সংক্রান্ত সব ধরনের খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে সহকারী সচিব ফিরোজ খানের সাক্ষর রয়েছে এবং দেশের সব টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশি তারকা মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের পেছনে কোনো গ্রহণযোগ্য কারণ পাওয়া যায়নি। এমন সিদ্ধান্তে বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনগণ হতাশ, ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে বলেও জানানো হয়।

এই প্রেক্ষাপটে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব ম্যাচ, অনুষ্ঠান ও সংশ্লিষ্ট প্রচার কার্যক্রম দেশের কোনো টেলিভিশন চ্যানেলে সম্প্রচার না করার জন্য সরকার নির্দেশ দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন