ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদি হত্যা: ৭ জানুয়ারির মধ্যেই মামলার চার্জশিট জমা দেয়া হবে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা মামলার তদন্তে বড় অগ্রগতির কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খুব শিগগিরই এই বহুল আলোচিত মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যেই দাখিল করা হবে। চার্জশিটটি ইতোমধ্যে চূড়ান্তভাবে প্রস্তুত করা হয়েছে এবং শেষ পর্যায়ের যাচাই-বাছাই চলছে।

নাসিমুল গনি আরও জানান, সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট আদালতে পাঠানো হবে। তার ভাষায়, “চার্জশিট সম্পূর্ণ প্রস্তুত রয়েছে, এখন শুধু ফাইনাল রিভিউ হচ্ছে।”

উল্লেখ্য, ওই সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন