ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সারাদেশে মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় নির্বাচনী মাঠে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। এ পরিস্থিতিতে বাতিল প্রার্থীদের জন্য আপিলই এখন শেষ ভরসা হিসেবে দেখা দিচ্ছে।
রোববার (৪ জানুয়ারি) বিকাল ৫টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ করে নির্বাচন কমিশন। যাচাই-বাছাই শেষে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এর বাইরে নানা ত্রুটি, তথ্যগত অসঙ্গতি কিংবা আইনগত কারণে বিপুল সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক ১০টি আলাদা বুথ স্থাপন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আপিল দাখিলের সুযোগ থাকবে। এ সময়ের মধ্যে প্রার্থী নিজে অথবা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী সংস্থা কিংবা প্রার্থীর লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি নির্বাচন কমিশনে আপিল আবেদন করতে পারবেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে যেসব আপিল জমা পড়বে, সেগুলো আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে। আপিল নিষ্পত্তির পরই চূড়ান্ত প্রার্থী তালিকা স্পষ্ট হবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত রাজনৈতিক চিত্র পরিষ্কার হয়ে উঠবে।




