ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সর্বত্র জনসংযোগে জনগণ স্বতস্ফূর্তভাবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে প্রত্যাশা নিয়ে বলতে পারি স্বাভাবিক, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারতের সময় তিনি এসব কথা বলেন। একই সময়ে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমের বাবা হোছাইন আহমদের কবরও জিয়ারত করেন।

এ্যানি বলেন, “আমরা প্রত্যেক মানুষের বাড়িতে পৌঁছাচ্ছি। নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি ঘরে ঘরে গিয়ে ভোটের জন্য কাজ করতে হবে। মা-বোন, মুরুব্বি ও তরুণ সমাজের কাছে ভোট চাইতে হবে। ইতিমধ্যেই আমরা ভোট চাওয়ার মাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছি।”

তিনি আরও উল্লেখ করেন, আমি আগেও নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার মানুষের জন্য কাজ করেছি এবং তাদের স্বার্থে কথা বলেছি।

এ্যানি বলেন, খালেদা জিয়া তার জীবনে বহু ত্যাগ স্বীকার করেছেন, কারাবন্দি ছিলেন এবং অসুস্থ্য হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শেষ পর্যন্ত তিনি ইন্তেকাল করেছেন। তিনি সারা বিশ্বে সম্মানিত এবং শ্রদ্ধার জায়গায় আছেন। তার জানাযায় কোটি মানুষের উপস্থিতি এটি প্রমাণ করে। তিনি আপোষহীন নেত্রী ছিলেন এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন