ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থীদের মনোনয়ন বাতিলের ঘটনায় জামায়াতের উদ্বেগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের আচরণকে উদ্বেগজনক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি অভিযোগ করছে, গুরুত্বপূর্ণ আইনি প্রেক্ষাপটের বাইরে কিছু বিষয়কে অযৌক্তিকভাবে বেছে নিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে।

রবিবার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। এই প্রক্রিয়ার সময় কিছু জেলার রিটার্নিং অফিসারের কর্মকাণ্ডে ভিন্নতা লক্ষ্য করা গেছে। কিছু জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এমনকি এমন ক্ষেত্রও আছে যেখানে রিটার্নিং অফিসার ব্যক্তিগত বিবেচনায় ছাড় দিতে পারতেন, কিন্তু কঠোর নীতি প্রয়োগ করা হয়েছে। অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে।

তথ্য-প্রমাণ এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করার পরও প্রার্থিতা বাতিল করা মোটেও যুক্তিসঙ্গত নয়। আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয়কে অযথা গুরুত্ব দিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমরা মনে করি, এর পেছনে কোনো এক মহলের প্রভাব কাজ করছে। এভাবে চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে কি না তা নিয়ে বড় প্রশ্ন উঠছে।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আমাদের আহ্বান, রিটার্নিং অফিসাররা যেন তুচ্ছ বিষয়কে ভিত্তি করে কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল না করেন। যাদের প্রার্থিতা অনৈতিকভাবে বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণা করতে হবে। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচন মাঠকে সমতল করার দায়িত্ব গ্রহণের জন্য আমরা কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন