ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্বরণে ঢাবিতে শোকসভা

সদ্য প্রয়াত সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ।

ঢাবি উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া তার জীবনে ঐক্যের পাটাতন হিসেবে কাজ করেছেন।

তিনি বলেন, ‘বেগম জিয়ার প্রশ্নেও সবার ঐক্য ছিল। তার জানাজার জমিন ছিল সারা বাংলাদেশ। মৃত্যুর মধ্য দিয়েও তিনি সবাইকে এক করে দিয়ে গেছেন’।

তিনি আরও বলেন, ‘বেগম জিয়া গৃহবধু থেকে রাষ্ট্রনায়ক হয়েছেন। তার পরিচয় সব্যসাচী। এ দেশ ও জাতির জন্য তার যে অবদান তা কখনো ভুলবার নয়।’

এছাড়া, শোকসভার শুরুতে শোক বইয়ে স্বাক্ষর করেন উপাচার্য।

সংবাদটি শেয়ার করুন