ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তিন দিনব্যাপী তাবলিগ জামাতের খুরুজ সমাপ্ত

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড় দোয়ার মাধ্যমে শেষ হয়েছে। রোববার সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা ময়দানে ঢল নামে উপস্থিত হন। এ সময় প্রায় ৭২টি দেশ থেকে আগত আড়াই হাজার বিদেশি মেহমান এবং দেশের ধর্মপ্রাণ মুসল্লিরাও দোয়ায় অংশ নেন।

ফজরের নামাজের পর পাকিস্তানের শীর্ষ মুরুব্বি মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ হেদায়েতি বয়ান শুরু করেন। তিনি আল্লাহর রাস্তায় বের হওয়া ব্যক্তিদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। হেদায়েতির বয়ানের পর সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।

এই সময় টঙ্গী ময়দান ‘আমিন… আমিন…’ ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা মোহাম্মদ জুবায়ের।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিকা, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তান থেকে আগত বিদেশি মেহমানদের জামাত এবং দেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহর পথে বের হন।

সংবাদটি শেয়ার করুন