ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের বাসভবন এলাকায় দুই সন্দেহভাজন আটক

রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনের আশপাশে সন্দেহজনক গতিবিধির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পুলিশ ও চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) যৌথভাবে অভিযান চালায়।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন এলাকা থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের একজনকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।

পুলিশ জানায়, রুহুল আমিন ওই বাসভবন ও সেখানে থাকা যানবাহনের বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে আটক করা হয়।

এর কিছুক্ষণ পর সকাল ১১টা ১৫ মিনিটে একই বাসার সামনের এলাকা থেকে মো. ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশের দাবি, দেহ তল্লাশি চালিয়ে ওমর ফারুকের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটক দুইজনের বিরুদ্ধে গুলশান থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন