ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে পলাতক মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীরের অবস্থান শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। প্রযুক্তিগত নজরদারি ও মাঠপর্যায়ের উৎস—দুই পথেই অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
রোববার রাজধানীর কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে তদন্তকারী সংস্থাই বিস্তারিত জানাতে পারবে। তবে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে গ্রেফতারে র্যাব সক্রিয়ভাবে কাজ করছে।
ফয়সালের অবস্থান নিয়ে বিভিন্ন গুঞ্জন প্রসঙ্গে র্যাব ডিজি বলেন, আধুনিক প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্স ব্যবহার করে তার অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হলেই গ্রেফতারের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
দেশের বাইরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি জানান, এমন পরিস্থিতিতে আইনি ও কূটনৈতিক নানা প্রক্রিয়া রয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) সংক্রান্ত ব্যবস্থাও কাজে লাগানো হবে—শর্ত একটাই, অবস্থান শনাক্ত হতে হবে।
এদিকে আসন্ন নির্বাচন ঘিরে নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরেন র্যাব ডিজি। তিনি বলেন, পুলিশ ও আনসারের পাশাপাশি র্যাব ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে। প্রয়োজন অনুযায়ী মোবাইল ফোর্স হিসেবে বিজিবি ও সেনাবাহিনীও মাঠে থাকবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় শরীফ ওসমান হাদির মাথায় কাছ থেকে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে ১৮ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরদিন ১৯ ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিপুল মানুষের অংশগ্রহণে জানাজা শেষে তাকে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়।
ঘটনার ২৩ দিন পেরিয়ে গেলেও মূল আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। ফয়সাল করিমকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন ছাত্র সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করছে।




