ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফের প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা সকালে নয়, বিকেলে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময় পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে পূর্বনির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় সমন্বয় বজায় রাখার লক্ষ্যে সকাল পরিবর্তে বিকেলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন