ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার সকালে তার বাড়ির ঠিকানায় চিঠি ও কাফনের কাপড় পাঠানো হয়। বিষয়টি নিয়ে তিনি উখিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
চিঠিতে লেখা হয়েছে, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসাবে পাঠালাম। চিঠির শেষে স্বাক্ষর করা হয়েছে— মুমিনুল আলম, আঞ্চলিক কো-অর্ডিনেটর ‘ব্যাটালিয়ন-৭১’ কক্সবাজার।
শাহজাহান চৌধুরী জিডিতে উল্লেখ করেছেন, তিনি কক্সবাজার-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। ইতিপূর্বে চারবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার সকাল ৯টার দিকে তাঁর বাড়িতে উখিয়া ডাক বিভাগের একজন পিয়ন অজ্ঞাতনামা ব্যক্তি থেকে চিঠি গ্রহণ করেন। চিঠি খুলে দেখেন, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনমূলক বক্তব্য লেখা রয়েছে এবং সাথে একটি সাদা কাপড়ের টুকরো রাখা হয়েছে, যা কাফনের কাপড় হিসেবে বুঝানো হয়েছে।
জিডিতে আরও বলা হয়েছে, চিঠিতে আমার ব্যক্তিগত নিরাপত্তা ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করার হুমকি দেওয়া হয়েছে। ভাষা ও বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা মারাত্মকভাবে আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি।
জানতে চাইলে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস সাংবাদিকদের জানান, শাহজাহান চৌধুরী হুমকির ঘটনায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




