ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ২০২৫ সালে নি’হত ৯১১১ জন

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের সড়কে ৬ হাজার ৭২৯টি দুর্ঘটনায় ৯ হাজার ১১১ জন প্রাণ হারিয়েছেন, আর আহত হয়েছেন ১৪ হাজার ৮১২ জন।

রবিবার (৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এ তথ্য প্রকাশ করে।

সংগঠনটি আরও জানায়, ২০২৫ সালে রেলপথে ৫১৩টি দুর্ঘটনায় ৪৮৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছেন। নৌ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫৮ জনের।

সংগঠনটি এই অবস্থায় ভাড়া নির্ধারণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ তহবিলসহ প্রতিটি সিদ্ধান্তে পরিবহন শ্রমিকদের পাশাপাশি ভুক্তভোগীদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি যানায়।

এছাড়া নেতারা আসন্ন নির্বাচনের ইশতেহারে গণপরিবহন নিরাপত্তা ইস্যু অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন