ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হতে পারে

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) সম্প্রচারের বিষয়ে সরকার আইনগত ভিত্তি যাচাই-বাছাই করে পদক্ষেপ নেবে। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।

২০১৬ সাল থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান নিয়মিতভাবে আইপিএলে খেলে আসছেন। পাঁচটি দলের হয়ে আটটি মৌসুমে মাঠে নেমেছেন তিনি। এবারের আসরে মোস্তাফিজ রেকর্ড দামে, ৯.২ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্সের দলে যুক্ত হন।

তবে কলকাতা দলে মোস্তাফিজকে ভেড়ানোর পর উগ্র হিন্দুত্ববাদী কিছু সংগঠন তাকে বাদ দেওয়ার দাবি শুরু করে। চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স ও ভারতের ক্রিকেট বোর্ড মোস্তাফিজকে দল থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্তের কারণে ক্রিকেট ভক্তদের মধ্যে ক্ষোভের ঝড় ওঠে।

এ প্রসঙ্গে বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলও নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি তথ্য উপদেষ্টাকে অনুরোধ করেন, বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার বন্ধ করার পদক্ষেপ নিতে। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপের খেলাগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য বিসিবিকে নির্দেশ দেয়ার প্রস্তাব দেন।

রোববার সংলাপে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, “খেলার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে। কোন যুক্তিতে ক্রিকেটার মোস্তাফিজকে নিষিদ্ধ করা হয়েছে, তা বিচার-বিশ্লেষণ করে আইপিএল সম্প্রচারের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।”

সংলাপে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ গ্রহণযোগ্য এবং কোনো রাজনৈতিক দল অভিযোগ করছে না। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে তিনি বলেন, “নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে, তবে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না।”

সংবাদটি শেয়ার করুন