ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আলোচিত সেই বৈষম্যবিরোধী নেতার জামিন

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেফতারের প্রায় ১৪ ঘণ্টা পর জামিন দেওয়া হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালেই তাকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে উপস্থিতির সময় সংগঠনের শতাধিক নেতা-কর্মী হাজির ছিলেন। শুনানি শেষে আদালত মাহদী হাসানের জামিন মঞ্জুর করেন।

গ্রেফতারের পর শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত, আন্দোলনের শতাধিক নেতা-কর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান করে। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানিয়েছিলেন। যেহেতু রাতে আদালত বসেনি, তাই রবিবার সকালে তাকে আদালতে হাজির করা হয়।

হবিগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক (পিআই) আমিনুল ইসলাম জানান, মাহদী হাসানকে শায়েস্তাগঞ্জ থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং সরকারি কাজে বাধা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন