মার্কিন বাহিনীর অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার রাষ্ট্র পরিচালনায় শূন্যতা এড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এক আদেশে জানায়, প্রেসিডেন্ট মাদুরোর অনুপস্থিতিতে রাষ্ট্রীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হবে। জেরুজালেম পোস্টের খবরে এ তথ্য জানানো হয়।
আদালতের রায়ে বলা হয়, প্রশাসনিক ব্যবস্থাপনা সচল রাখা এবং জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে রদ্রিগেজ ‘ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দায়িত্ব’ পালন করবেন। একই সঙ্গে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা ও সার্বভৌমত্ব রক্ষায় কোন আইনি কাঠামো কার্যকর হবে, তা আদালত নির্ধারণ করবে বলে জানানো হয়।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে, নিকোলাস মাদুরোর সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে। এই অভিযোগকে কেন্দ্র করে ভেনেজুয়েলার ওপর একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগের মধ্যেই শনিবার দেশটিতে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। ডোনাল্ড ট্রাম্প জানান, মাদুরো ও তার স্ত্রীকে ‘আমেরিকান বিচারের মুখোমুখি’ করা হবে।
মাদুরো আটক হওয়ার পরই জাতীয় প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডাকেন ডেলসি রদ্রিগেজ। বৈঠকে তিনি এই ঘটনার পেছনে আংশিকভাবে ইসরায়েলের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন। রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলার বলিভারীয় প্রজাতন্ত্রের ওপর এমন হামলায় বিশ্ব সরকারগুলো বিস্মিত এবং এতে ‘জায়নিস্ট ইঙ্গিত’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে চোখ বাঁধা অবস্থায় নিকোলাস মাদুরোর একটি ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।




