দেশীয় বাজারে স্বর্ণের দামে আবারও পতন দেখা গেছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম কমানো হয়েছে ১ হাজার ৪৫৮ টাকা। ফলে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই মূল্য সমন্বয়ের তথ্য জানায়।
শুক্রবার (২ জানুয়ারি) থেকে স্বর্ণের এই নতুন মূল্য কার্যকর হয়েছে। রোববারও দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণের ভরিপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে—২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি প্রতি ১ লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।
বাজুস আরও জানায়, নির্ধারিত স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে এই মজুরি পরিবর্তিত হতে পারে।
স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দরপতন হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেট রুপার ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপার দাম ভরি প্রতি ৫ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম ভরি প্রতি ৩ হাজার ৩৮৩ টাকা ধার্য করা হয়েছে।




