ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ব্যস্ত ফার্মগেট মোড়ে সড়ক অবরোধে নামেন কলেজটির শিক্ষার্থীরা।

রোববার সকাল সোয়া ১০টার পর শুরু হওয়া এই কর্মসূচির কারণে ফার্মগেটসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

তেজগাঁও কলেজের সাধারণ শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘সাকিব হত্যার বিচার চাই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শিক্ষার্থীদের অভিযোগ, সাকিবুল হাসান রানার হত্যার ঘটনায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও মূল অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করা হয়নি। প্রশাসনের এই নিষ্ক্রিয়তার প্রতিবাদ জানাতেই তারা ফার্মগেট ব্লকেড কর্মসূচি পালন করছেন বলে জানান আন্দোলনকারীরা।

তাদের দাবি, ঘটনার পরপরই পুলিশ ৪৮ ঘণ্টা সময় চাইলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর অগ্রগতি হয়নি। পরবর্তীতে আরও ৪৮ ঘণ্টা পার হলেও মূল অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, রাজনৈতিক চাপের কারণেই প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।

এদিকে, সাকিবুল হাসান রানার মৃত্যুকে কেন্দ্র করে সম্ভাব্য আন্দোলনের প্রেক্ষিতে তেজগাঁও কলেজ এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কলেজের প্রধান ফটক, ফার্মগেটমুখী সড়ক এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন