ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির একাংশের নেতা আজিম উদ্দিন আজিমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাবের যৌথ দল। তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের অভিযানের পর শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পৌর শহরের গফরগাঁও প্রেসক্লাবের সামনে বিএনপির কিছু নেতাকর্মী মানববন্ধন করেন। তারা গ্রেপ্তারের ঘটনাকে ‘ষড়যন্ত্রমূলক’ হিসেবে আখ্যায়িত করে প্রতিবাদ জানান।
সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের পশু হাসপাতাল রোড এলাকায় পুলিশের অভিযান চলাকালীন আজিম উদ্দিন আজিম ও চমন মন্ডল (৩৬) নামে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি খালি কার্তুজ, শটগানের একটি তাজা কার্তুজ এবং ইয়াবাসহ দুই ধরনের মাদক উদ্ধার করা হয়।
গফরগাঁও থানার ওসি আ স ম আতিকুর রহমান বলেন, “যৌথ অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”
পুলিশ আরও জানায়, গফরগাঁও থানার এসআই সাইদুল করিম বাদী হয়ে এই মামলার ব্যবস্থা করেছেন। গ্রেপ্তারের পর মামলার তদন্ত অব্যাহত রয়েছে।




