কক্সবাজারের পেকুয়া ইউনিয়নে নতুন শিক্ষা প্রতিষ্ঠান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং শিক্ষার চাহিদা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে স্কুল সংখ্যা বাড়ানো অবশ্যই জরুরি, তবে তার আগে সঠিক জরিপ ও পরিকল্পনা প্রয়োজন।
শনিবার (৩ জানুয়ারি) পেকুয়া মডেল বিদ্যাপীঠ অ্যান্ড কলেজে উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, স্কুল মানে শুধু বড় বিল্ডিং নয়; শিক্ষকের মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন, “আমি অনেক স্কুল দেখেছি যেখানে সাধারণ বেড়া বা বাঁশের কাঠামো থাকলেও শিক্ষার মান অনেক ভালো ছিল, কারণ সেখানে যোগ্য শিক্ষক ছিলেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলটির অধ্যক্ষ শাহাদাৎ হোছাইন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, পেকুয়া সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনামুল হক, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফ খালেদসহ স্থানীয় আরও অনেকে।
উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) ঢাকা থেকে কক্সবাজারে এসে চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সালাহউদ্দিন আহমদ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।




