ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সংসদ হবে মানুষের স্বপ্ন বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি মনে করছেন, আগামী সংসদ হবে সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবায়নের মঞ্চ।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে জোনায়েদ সাকির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, “আমাদের লক্ষ্য হলো এমন একটি সংসদ গঠন করা যা জনগণের আশা ও অধিকার রক্ষা করবে।”

জোনায়েদ সাকি আরও বলেন, “আগামী সংসদ শুধু জাতীয় সংসদ নয়, এটি সংবিধান সংস্কারের দায়িত্বও বহন করবে। জুলাইয়ে গৃহীত জাতীয় সংবিধানের ভিত্তিতে আমরা সংবিধান সংশোধন ও প্রয়োগ নিশ্চিত করব। সেই অনুযায়ী দেশের সুশাসন পরিচালিত হবে।”

তিনি বলেন, “আমরা চাই জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে। সুস্থ ও শান্তিপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে যে কেউ নির্বাচিত হোক, সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারুক—এটাই আমাদের মূল লক্ষ্য।”

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি এবারের নির্বাচনে বিএনপি তার জোটসঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ছাড় দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন