ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটের প্রচারে ব্যানার ও লিফলেট প্রস্তুত করছে ইসি

দেশজুড়ে গণভোটের প্রচারণার জন্য নির্বাচন কমিশন (ইসি) ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই প্রচারণায় প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং ৫৭ হাজার ব্যানার ব্যবহার করা হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগে জনসাধারণকে সচেতন করতে এবং ভোটের গুরুত্ব বোঝাতে ইসি সারা দেশে লিফলেট ও ব্যানার বিতরণ শুরু করছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, জনবহুল স্থানে ১০ ফিট বাই ৪ ফিট এবং ভোটকেন্দ্রের সামনে ৩ ফিট বাই ৫ ফিট আকারের ব্যানার টানানো হবে।

তিনি আরও জানান, লিফলেট প্রিন্টের কাজ ইতোমধ্যেই বিজি প্রেসে শুরু হয়েছে এবং ৫ জানুয়ারি থেকে সেগুলো বিতরণ করা হবে। এছাড়া রিটার্নিং অফিসারদের অফিসের সামনে এবং প্রধান জনবহুল এলাকায় প্রদর্শনের জন্য ১০ ফিট বাই ৪ ফিট আকারের প্রায় ১৫ হাজার ব্যানার, এবং ভোটকেন্দ্রের সামনে স্থাপনের জন্য ৩ ফিট বাই ৫ ফিট আকারের ৪২ হাজার ৭৬৬টি ব্যানার প্রস্তুত করা হচ্ছে।

এই লিফলেট ও ব্যানারে ভোটারদের জানানো হয়েছে যে, তারা জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) ২০২৫ সংক্রান্ত নীচের বিষয়গুলোর প্রতি সম্মতি জানাতে পারবেন — হ্যাঁ বা না ভোটের মাধ্যমে।

উল্লেখিত বিষয়গুলোর মধ্যে আছে:

১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী গঠন করা হবে।
২. আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট এবং উচ্চকক্ষের ১০০ সদস্য নির্বাচনের ক্ষেত্রে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে সঙ্গতিপূর্ণ হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন।
৩. সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা সংক্রান্ত ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য বজায় থাকবে।
৪. অন্যান্য সংস্কার রাজনৈতিক দলের প্রতিশ্রুতির ভিত্তিতে বাস্তবায়িত হবে।

ব্যানার ও লিফলেটে ভোটারদের হ্যাঁ বা না ভোট প্রদানের নির্দেশনা রয়েছে, যাতে তারা স্পষ্টভাবে তাদের মতামত জানাতে পারেন।

সংবাদটি শেয়ার করুন