ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীসহ মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী : ট্রাম্প

ভেনেজুয়েলায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে একটি বড় ধরনের অভিযান চালানোর কথা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, অপারেশনটির মাধ্যমে দেশটির শীর্ষ নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে মার্কিন ডেল্টা ফোর্স।

ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে একটি পোস্টে বলেন, “আমরা ভেনেজুয়েলায় একটি সফল কার্যক্রম সম্পন্ন করেছি। এই অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা ও অন্যান্য অংশীদারদের সাথে মিলিতভাবে পরিচালিত হয়েছে।” তিনি আরও জানান, বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে এবং মার‑এ‑লাগোতে একটি সংবাদ সম্মেলনেই এই ঘটনা নিয়ে বিস্তারিত জানানো হবে।

ভেনেজুয়েলার সরকার ইতোমধ্যেই একটি বিবৃতি জারি করে দাবি করেছে, যুক্তরাষ্ট্র তাদের বেশ কিছু রাজ্যে সামরিক ও বেসামরিক স্থাপনায় আচমকা হামলা চালিয়েছে। দেশটির পক্ষ এই কার্যক্রমকে ‘সরাসরি সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যায়িত করেছে এবং তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে।

আল জাজিরা সম্প্রচার করেছে, সরকার জানিয়েছে যে এই হামলা কারাকাস ছাড়াও মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা রাজ্যে সংঘটিত হয়েছে। রাষ্ট্রীয় দফতর থেকে আরও অভিযোগ আছে, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করা, তবে সেটি সফল হবে না বলে তাদের আশ্বাস।

ভিন্ন বিবরণে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কারাকাসের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এর ঠিক আগে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের বাণিজ্যিক বিমানগুলিকে ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে এটিকে তারা “চলমান সামরিক তৎপরতা” হিসেবে বর্ণনা করেছে।

মাদুরো ইতিমধ্যেই সারাদেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধের জন্য সতর্ক করেছেন।

অনলাইনে আগে থেকেই, ট্রাম্প মাদুরোকে যুক্তরাষ্ট্রে ‘মাদক পাচার ও অবৈধ অভিবাসন উসকানির মূল উৎস’ হিসেবে অভিযুক্ত করে আসছেন। ট্রাম্পের বক্তব্য, ভেনেজুয়েলায় যে কোনো অভিযানকে কেন্দ্র করে মূল লক্ষ্য হবে মাদক চোরাচালান বন্ধ করা। অপর দিকেভ মাদুরো দাবি করেছেন, ট্রাম্প ভেনেজুয়েলাকে উপনিবেশ বানাতে এবং দেশটির বিশাল তেল ও খনিজ সম্পদ দখল করতে চাইছেন।

সংবাদটি শেয়ার করুন