ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুম শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে জানায়, বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে এক বিবৃতি প্রকাশ করেছে কলকাতা কর্তৃপক্ষ।

এর আগে গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেকেআরকে মোস্তাফিজকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এএনআইকে দেওয়া বক্তব্যে সাইকিয়া বলেন, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াডে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি চাইলে তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় দলে নেওয়ার অনুমতিও দেওয়া হবে।

এরপর কেকেআরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের নির্দেশ ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই মোস্তাফিজকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আইপিএল নিয়ম অনুযায়ী বিকল্প খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এটি হতে যাচ্ছিল তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে পাঁচটি দলের হয়ে আট মৌসুম আইপিএলে খেলেছেন এই বাঁহাতি পেসার। সব মিলিয়ে আইপিএলে তার শিকার ৬৫টি উইকেট।

সংবাদটি শেয়ার করুন