ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসিকে হুমকির ঘটনায় স্থানীয় বৈষম্যবিরোধী নেতাকে শোকজ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তর্ক-বিতর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্যসচিব মাহদী হাসানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার দুপুরে সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর (শোকজ) চিঠি মাহদী হাসানের কাছে পাঠানো হয়। চিঠিতে তাঁর বক্তব্যকে অনভিপ্রেত ও সংগঠনের আদর্শবিরোধী বলে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, শায়েস্তাগঞ্জ থানায় দেওয়া মাহদী হাসানের কিছু বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হয়েছে, যা জনপরিসরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে কেন তিনি এমন বক্তব্য দিয়েছেন এবং কেন তাঁর বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এছাড়া নির্দেশনায় জানানো হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মাধ্যমে সভাপতি রিফাত রশিদের কাছে জবাব জমা দিতে হবে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে। শায়েস্তাগঞ্জ থানায় এক ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে ওসির সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে আন্দোলনের নেতা হিসেবে পরিচয় দেন এবং অতীতের সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে হুমকিসূচক বক্তব্য দেন এমন দৃশ্য ভিডিওতে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। সংগঠনের কেন্দ্রীয় দপ্তর জানিয়েছে, এ ধরনের বক্তব্য আন্দোলনের নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এজন্যই ব্যাখ্যা চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন