ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন প্রেস ও একান্ত সচিব পেলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী দুই গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব নিয়োগের বিষয়টি জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, বনাগ্লাদেশে সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে, তারেক রহমানের একান্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ, যিনি সাংবাদিক মহলে সালেহ শিবলী নামে পরিচিত, নিযুক্ত হয়েছেন তারেক রহমানের প্রেস সচিব হিসেবে।

সংবাদটি শেয়ার করুন