ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমান সময়ে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভোটের সময় সব প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করতে ডিএমপি নিরপেক্ষভাবে কাজ করছে। এর অংশ হিসেবে বাহিনীতে ব্যাপক রদবদল আনা হয়েছে।
শনিবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশন (ক্র্যাব)-এর বার্ষিক সাধারণ সভায় কমিশনার এই তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনী প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেককে গানম্যান দেয়া হয়েছে এবং আগামীতেও যারা নিরাপত্তা ঝুঁকিতে থাকবেন, তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপি কমিশনার হাদি হত্যা মামলার তদন্ত সম্পর্কে জানান, হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ চলছে। পুলিশ মামলার অগ্রগতি নিয়ে দায়িত্বশীলভাবে কাজ করছে।
সভায় ২০২৫ সালে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেয়া হয়।




