ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল খেলার স্বপ্ন ভাঙল মোস্তাফিজের

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে বড় ধাক্কা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নির্দেশ দিয়েছে, বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলের স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে।

শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে নিশ্চিত করেছেন যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, সাম্প্রতিক নানা ঘটনার কারণে কেকেআরকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে রিলিজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর ফলে রেকর্ড দামে দলে ভুক্ত হওয়া মোস্তাফিজ এবারের আইপিএলে খেলার সুযোগ পাচ্ছেন না। তবে কেকেআর যদি চান, বোর্ড মোস্তাফিজের জায়গায় অন্য কোনো খেলোয়াড়কে স্কোয়াডে নেওয়ার অনুমতি দেবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু ঘটনার কারণে বিসিসিআই এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এর ফলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে আসন্ন আইপিএলে একটি বড় পরিবর্তন দেখা দিতে পারে।

সংবাদটি শেয়ার করুন