ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা শনিবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন।

এর আগে, গত ৩ নভেম্বর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন মির্জা ফখরুল।

পরবর্তীতে, ২৯ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানের কাছে জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে শনিবার এটি বৈধ ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন