দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা বেড়েই চলেছে। আজ সিরাজগঞ্জে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে এ তথ্য জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও প্রধানত আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।




