ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একটি রাষ্ট্রকে সত্যিকার অর্থে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া পোষ্টে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান লেখেন, জাতির ভেতর অনৈক্য থাকলে সেই জাতি কখনো বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের মধ্যে চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু সেই ভিন্নতা যেন কোনোভাবেই তিক্ত মতবিরোধে রূপ না নেয়; সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে।

জামায়াত আমির আরও লেখেন, আসুন আমরা হিংসা ও বিভেদ পেছনে ফেলে একটি ন্যায় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।

সংবাদটি শেয়ার করুন