ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগের জন্য উদগ্রীব অবস্থায় রয়েছে, এটি বজায় রাখা আমাদের দায়িত্ব। তিনি বলেন, নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এজন্য নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণ সবাইকে একসাথে কাজ করতে হবে।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে অংশগ্রহণের পর তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এইবার জনগণকেই প্রধান ভূমিকা পালন করতে হবে। যেহেতু এবার সবাই স্বাধীন ও মুক্ত পরিবেশে ভোট দিতে পারবে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকা রাখতে হবে।”

এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এই আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বৈধ ঘোষিত প্রার্থীর মধ্যে সালাহউদ্দিনের পাশাপাশি আছেন আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।

সংবাদটি শেয়ার করুন