ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, শুরুতে উইকেট হারিয়ে চাপে সিলেট-দেখুন সরাসরি

চায়ের নগরী সিলেটের নয়নাভিরাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের দশম ম্যাচে মুখোমুখি হয়েছে শক্তিশালী দুই প্রতিপক্ষ স্বাগতিক সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। ম্যাচের শুরুতেই টস ভাগ্য সহায় হয়েছে রংপুরের। রাতের কন্ডিশন ও উইকেটের আর্দ্রতাকে কাজে লাগাতে রংপুর রাইডার্সের অধিনায়ক প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন।

আক্রমণাত্মক শুরু বনাম নিয়ন্ত্রিত বোলিং
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে সিলেট টাইটান্স। পাওয়ার-প্লে’র সুবিধা নিতে গিয়ে তারা ঝোড়ো গতিতে রান তোলা শুরু করলেও সেই ছন্দ বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত সিলেটের সংগ্রহ ২.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান। রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত লাইন-লেংথ ও বুদ্ধিদীপ্ত আক্রমণের মুখে দ্রুত এক উইকেট হারিয়ে এখন কিছুটা সাবধানী ভঙ্গিতে এগোচ্ছে স্বাগতিকরা।

গ্যালারিতে গগনবিদারী উল্লাস ও লড়াইয়ের আভাস
মাঠে সিলেটের দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রিয় দলের সমর্থনে গ্যালারি থেকে ভেসে আসা চিৎকার ক্রিকেটারদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগ করছে। তবে রংপুরের পেসার ও স্পিনাররা শুরু থেকেই উইকেটে দাপট দেখাচ্ছেন। এখন দেখার বিষয়, শুরুর ধাক্কা সামলে সিলেটের ব্যাটাররা কত বড় সংগ্রহ দাঁড় করাতে পারে। রংপুরের বোলিং তোপ বনাম সিলেটের ঘুরে দাঁড়ানোর এই রোমাঞ্চকর লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

ম্যাচের পরবর্তী আপডেট ও স্কোরের জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

 

সংবাদটি শেয়ার করুন