ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,
“আমরা আজও সত্যিকার অর্থে গভীরভাবে শোকাহত যে আমাদের প্রিয় নেত্রী এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের মাতৃতুল্য নেত্রী এবং আমাদের আবেগের এক বিশাল জায়গা জুড়ে রয়েছেন। তাঁরই সুসংগঠিত নেতৃত্বে এবং দিকনির্দেশনায় ছাত্রদলের নেতাকর্মীরা বুলেট উপেক্ষা করে সকল স্বৈরাচারবিরোধী আন্দোলনে রাজপথে ছিল।”

তিনি আরও বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া যে পবিত্র আমানত, তা রক্ষার দায়িত্ব অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিতে হবে।”

রাকিবুল ইসলাম রাকিব বলেন,
“দেশনেত্রী সবসময় ব্যক্তিস্বার্থ বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে দেশের জনগণের ভাবনাকে প্রাধান্য দিয়ে রাজনীতি করতেন। তাঁর সেই আদর্শ লালন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই আমরা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে অব্যাহত রাখব। ইনশাআল্লাহ সকল ষড়যন্ত্র ও সংকট মোকাবিলা করে অতীতে দেশনেত্রী যেভাবে বিজয়ী
হয়েছিলেন, আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল সেভাবেই বিজয়ী হবে।”

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ এমদাদ উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন