দীর্ঘদিন পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের পথ খুলছে। বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার।
শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, দেশটির কেন্দ্রীয় সরকারের অনুমোদন পাওয়ার পর পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) বিমান বাংলাদেশকে ছাড়পত্র দিয়েছে।
সিএএ-এর এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে তিন মাসের জন্য—আগামী ২৬ মার্চ পর্যন্ত—ঢাকা-করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। পরিস্থিতি বিবেচনায় এই সময়সীমা পরবর্তীতে বাড়ানো হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
সিএএ সূত্র জানায়, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমান বাংলাদেশকে নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে ঢাকা থেকে উড্ডয়নের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে ফ্লাইটসংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে হবে।
জিও নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি জানুয়ারি মাসের শেষ দিকেই ঢাকা-করাচি রুটে ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হোসেন খান জানিয়েছিলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স করাচি গন্তব্যে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।




