ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দলের প্রতি কোনো ক্ষোভ নেই: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা তার কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, কিছু কিছু এলাকায় তার কর্মীদের সতর্ক করা হচ্ছে যে তাদের বিরুদ্ধে হয়তো মামলা দেওয়া হতে পারে। যদি এমন কিছু হয় যেটা আমার নির্বাচনে প্রভাব ফেলবে এবং নেতাকর্মীদের নিরাপত্তাকে বিঘ্নিত করবে, তাৎক্ষণিক আমি ব্যবস্থা নেব।

শুক্রবার (২ জানুয়ারি) ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। রুমিন ফারহানার পাশাপাশি ওই আসনে মনোনয়নপত্র দাখিল করা ১১ প্রার্থীর সবারই বৈধতা স্বীকৃত হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, ‘মনোনয়ন না পাওয়ায় দলের প্রতি কোনো ক্ষোভ নেই। দলের যখন দুঃসময় ছিল, তখন বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন। তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা অনেক সময় দেখা গেছে আমার বয়স এবং রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড়। আমি সেই দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন ২০১৮ সালের সংসদ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমার ভূমিকা। ২০২২ সালের ডিসেম্বরে দল যখন আমাকে পদত্যাগ করতে বলেছিল, আমি এক মুহূর্তও দ্বিধা করিনি। তখনই পদত্যাগ করেছি। এরপরও নতুন নেতৃত্বকে আমি স্বাগত জানাই এবং আমার রাজনীতি চালিয়ে যাব।’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে বিএনপি নেতৃত্বাধীন জোট মনোনয়ন দিয়েছে। একই সঙ্গে বিএনপির মনোনয়নপ্রত্যাশী রুমিন ফারহানাও মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরপর তার বিরুদ্ধে দল থেকে বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন