ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কবর জিয়ারতে জিয়া উদ্যানে মানুষের ঢল

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল নেমেছে। আজ সকাল থেকেই জিয়া উদ্যানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা ছাড়াও সাধারণ মানুষ বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসতে থাকেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সরেজমিন দেখা গেছে, জিয়া উদ্যানের প্রবেশদ্বার থেকেই জিয়াউর রহমান ও বেগম খালেদার কবরের দিকে মানুষের ভিড় দীর্ঘ হচ্ছে। অনেকেই ফুল নিয়ে এসে সাবেক প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন। উদ্যান সংলগ্ন সংসদ ভবনের সামনের রাস্তা ও বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত নারী-পুরুষের লাইন চোখে পড়ে। এছাড়া কবর প্রাঙ্গণে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কষ্ট করতে হচ্ছে।

এর আগে খালেদা জিয়ার নাতনি, তারেক রহমানের কন্যা জাইমা রহমান এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন।

বেগম খালেদার কবর প্রাঙ্গণে শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষেরও ঢল দেখা যাচ্ছে। উপস্থিত সবাই ফুল অর্পণ, দোয়া এবং মোনাজাতে অংশ নিচ্ছেন। কেউ কেউ শান্তভাবে কবর জিয়ারত করছেন, কেউবা মোনাজাত ও প্রার্থনায় যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন