গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলায় এক ১১ বছর বয়সী ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। নিহত শিশুর ঘটনা ঘটেছে উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা শহরে। একই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও অন্তত চারজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছেও ইসরায়েলি গুলিতে এক শিশু ও এক নারীসহ চারজন আহত হয়ে নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
গাজা সরকারের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪১৬ ফিলিস্তিনি নিহত এবং ১,১১০-এর বেশি মানুষ আহত হয়েছেন। চলমান দুই বছরের যুদ্ধে নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যার একটি বড় অংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজারের বেশি।
একই সঙ্গে গাজার অভ্যন্তরীণ মানবিক সংকটও মারাত্মক রূপ নিয়েছে। গাজা সিটির আল-দারাজ এলাকার আল-ইয়ারমুক আশ্রয়শিবিরে একটি অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশু মৃত্যু বরণ করেছেন। তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎহীনতার কারণে অস্থায়ী তাঁবুতে থাকা মানুষদের জন্য অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।




