ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন

গাজা উপত্যকায় কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর হামলায় এক ১১ বছর বয়সী ফিলিস্তিনি শিশু নিহত হয়েছেনিহত শিশুর ঘটনা ঘটেছে উত্তর গাজার জাবালিয়া আল-নাজলা শহরেএকই দিনে গাজার বিভিন্ন এলাকায় আরও অন্তত চারজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের নেমসাউই কবরস্থানের কাছেও ইসরায়েলি গুলিতে এক শিশু ও এক নারীসহ চারজন আহত হয়ে নাসের মেডিকেল কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

গাজা সরকারের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪১৬ ফিলিস্তিনি নিহত এবং ১,১১০-এর বেশি মানুষ আহত হয়েছেন। চলমান দুই বছরের যুদ্ধে নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যার একটি বড় অংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ১ লাখ ৭১ হাজারের বেশি।

একই সঙ্গে গাজার অভ্যন্তরীণ মানবিক সংকটও মারাত্মক রূপ নিয়েছে। গাজা সিটির আল-দারাজ এলাকার আল-ইয়ারমুক আশ্রয়শিবিরে একটি অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশু মৃত্যু বরণ করেছেন। তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎহীনতার কারণে অস্থায়ী তাঁবুতে থাকা মানুষদের জন্য অগ্নিকাণ্ডের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন