ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া

সাবেক প্রধানমন্ত্রীবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মসজিদে উপস্থিত মুসল্লিসাধারণ মানুষজন এই দোয়ায় অংশগ্রহণ করেন

শুক্রবার (২ জানুয়ারি) বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিল আয়োজন করা হয়। দোয়ার আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক প্রকাশ করা হয় এবং এরপর তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়ায় আল্লাহর কাছে খালেদা জিয়াকে জান্নাতের বাসিন্দা করার প্রার্থনা করা হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের তৃতীয় ও শেষ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের অনুযায়ী ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল।

আজও দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন